ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ২৪ ডিসেম্বর মঙ্গলবার স্কাউট ছাত্রছাত্রীদের নিয়ে লিফলেট বিতরন। মনো বাবুর ঘাট থেকে শুরু করে তিতাস নদীর পাড়কে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে এবং নদীর পাড়ে ময়লা আবর্জনা না ফেলতে প্রচারনা চালানা।পরিবেশের ভৌত,রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অবাঞ্চিত পরিবর্তন জীবের জীবন ধারণকে ক্ষতিগ্রস্ত করে তাকেই দূষণ বলে। ক্ষতিকর পদার্থ পরিবেশের উপাদানসমূহে যুক্ত হলে তাকে পরিবেশ দূষণ বলে। পরিবেশ দূষণ বিভিন্নভাবে হয়ে থাকে। বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ এবং মৃত্তিকা দূষণ এর মধ্যে অন্যতম। নবীনগর লঞ্চঘাট ও আশেপাশে পরিবেশকে সুন্দর করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।তিতাস নদীর পার নবীনগর পৌরসভা ডাস্টবিনে পচনশীল বর্জ্য রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছেন । নবীনগর কে আরো সুন্দর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন । সবাই যার যার দায়িত্ব থেকে কাজ করতে হবে ।পরিবেশ রহ্মার জন্য স্বচ্ছতা খুবই জরুরী।আপনাদের আশেপাশের রাস্ত,গলি,পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন।জঞ্জাল সঠিকভাবে ভাগ করে রাখুন।শুকনো ও ভেজা জঞ্জালের পার্থক্য বুঝে সঠিকভাবে সেগুলো ফেলুন।প্লাস্টিকের বদলে রিসাইকল করা শপিং ব্যাগ ব্যবহার করুন।আপনার এলাকার পরিষ্কার,পরিচ্ছন্নতার গুরুত্ব বুঝাতে মানুষকে সচেতন করুন। আমাদের সকলকে এগিয়ে আসতে হবে আমাদের সমাজকে সুন্দর পরিবেশে রাখার জন্য । কিন্তু আমার কাছে অত্যন্ত সুন্দর ভালো লেগেছে , উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি নিজের ইচ্ছা থেকে যে আজকে উদ্যোগটা নিয়েছে । তার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই পরিবেশের জন্য অত্যন্ত উপযোগী কাজ । উনার চিন্তা চেতনা নবীনগর একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করে যাবে।পরিস্কার পরিচ্ছন্ন নবীনগর গড়ার লক্ষে তিতাস নদীরপাড়,নবীনগর পৌরসভা কতৃক ডাস্টবিন বসানো হয়েছে | উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন আমি চাচ্ছি নবীনগর কে সুন্দর পরিবেশের মাধ্যমে রাখার জন্য । আমাকে সকলে সহযোগিতা করতে হবে । একটা পরিবেশ সুন্দর করতে হলে সবাই সচেতন হতে হবে । তাহলে আমি একটি সুন্দর পরিবেশ নবীনগর গড়ে তুলতে পারব উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন অভিযান শেষে তিনি জানান পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ স্থাপনা সরিয়ে নদীর তীর দখল মুক্ত করা হবে।