নিজস্ব প্রতিবেদক,
মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে, এমনই এক বাস্তব প্রমাণ মিলেছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে। মৃত্যুর প্রায় এক বছর পরও নিজের কর্মের সম্মাননা পেলেন উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের কৃতি সন্তান মরহুম হাজী সামছুজ্জামান রাজু। তিনি দীর্ঘদিন প্রবাসী ফোরাম অনলাইন যুবদলের সভাপতি এবং লাউর ফতেহপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দলের একজন নিবেদিত কর্মী ছিলেন তিনি। এরই প্রেক্ষিতে রবিবার বিকেলে সাতমোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিগত দিনে নির্যাতিত নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে মৃত্যুর আগ পর্যন্ত ন্যায়, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাহসী অবদান রাখায় হাজী সামছুজ্জামান রাজুকে মরোণত্তর সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের হাত থেকে মরহুম হাজী সামছুজ্জামানের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্টটি বুঝে নেন লাউর ফতেহপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আলী হোসেন ভূঁইয়া।
এব্যাপারে হাজী সামছুজ্জামান রাজুর বড় ছেলে ইতালি প্রবাসী ওয়াহেদুজ্জামান দিপু তার মরহুম পিতাকে মরোণত্তর সম্মাননা প্রদান করায় সাতমোড়া ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, আমার পিতা মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির একজন মাঠের কর্মী ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে গিয়েছেন। তিনি তার পিতার রুহের মাগফিরাত কামনায় সবার নিকট দোয়া কামনা করেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply