হেলাল উদ্দিন নবীনগর ক্রাইম নিউজ।
নবীনগরে আইকন ( ইউএনও)রাজিব চৌধুরী নবীনগরকে একটি মডেল পৌরসভা হিসেবে উন্নীত করতে চান এবং নবীনগর উপজেলাবাসীকে কাঙ্খিত সেবা দিতে সকলের সার্বিক সহযোগিতা করা প্রয়োজন (ইউএনও) রাজীব চৌধুরীকে।তিনি যোগদানের পর চাচ্ছেন এ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আকাঙ্খিত একটি আদর্শিক জ্ঞান ভিত্তিক, বুদ্ধি বৃত্তিক,কুসংস্কার বিবর্জিত উপজেলা গড়ার গর্বিত অংশীদার হতে চায়।সেই সঙ্গে উপজেলার যথাযথ শ্রেণীর মানুষের সেবা নিশ্চিত অন্তে,তাদের অকৃত্রিম ভালবাসায় সিক্ত হতে চায়। (ইউএনও)প্রশাসনিক কার্যক্রম সম্পাদনে সকলের সার্বিক সহযোগিতা করতে হবে।ইতোমধ্যে তিনি উপজেলার উন্নতিকরনে অনেক কাজ করেছেন,।উপজেলার বিভিন্ন স্থানে ডাস্ট বিন স্থাপন,শুরুতে নবীনগর যানজট নিয়ে কাজ করেন । এখন বর্তমানে যানজট নবীনগর নিয়ন্ত্রণে আছে । রাধিকা সড়ক সিএনজি ভাড়া নিয়ে কাজ চলছে । আসুন আমরা সকলে নবীনগর উপজেলা কে ঐক্যবদ্ধ হয়ে যার যার অবস্থান থেকে কাজ করে । নবীনগর কে একটি পরিষ্কার পরিবেশের মাধ্যমে রূপান্তরিত করি ।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply