নিজস্ব প্রতিবেদক
দিন ব্যাপী উপস্থিতিদের স্মৃতি চারন বক্তব্য,ভবিষ্যৎ পরিকল্পনা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘জাতীয়তাবাদী পরিষদ অষ্টাশি’ (এসএসসি ৮৮ ব্যাচ দ্বারা পরিচালিত) এর মিলনমেলা অনুষ্ঠিত হয়।
মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক হাবীবুর রশীদ হাবীব, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন প্রমুখ, ৮৮ ব্যাচের বিগত ও বর্তমানে দায়িত্বপ্রাপ্ত সারাদেশের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, আনুপাতিক হারে নির্বাচন নিয়ে জনগণের কোনো ধারণাই নেই। তিনি বলেন, এটা বুঝতেই মানুষের বহু দিন চলে যাবে। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তারাই আনুপাতিক হারে ভোটের কথা বলছে।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সচিবালয়ে যারা আছে, তারা মুজিব কোট পরে ডিসি-এসপি-ওসিগিরি করেছেন। তারা আপনাদেরকে সহযোগিতা করবে কেন? তারা কেন বিপ্লবের চেতনাকে ধারণ করবে? তারা তো নানা কারসাজির মাধ্যমে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে।
সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক এম আর আলী ফাহিম এবং এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব শরীফুল ইসলাম শাওন।মিলনমেলায় জাতীয়তাবাদী পরিষদ অষ্টাশি এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন গ্রুপ এডমিন মোঃ হাসান আলী রেজা দোজা।