হেলাল উদ্দিন নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় শিহাব উদ্দিন (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার চাচাতো ভাই বোরহান (৩৫) গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন মারা যায়।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব আলিয়াবাদ গ্রামের রফিক মিয়ার একমাত্র ছেলে। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে সবার বড়। নবীনগর সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র শিহাব তার চাচাতো ভাইয়ের মোটরসাইকেলে যোগে বাড়ি ফিরছিলেন। রাস্তার পাশের একটি গাছে তাদের মোটরসাইকেল ধাক্কা লাগে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও অস্পষ্ট। প্রত্যক্ষদর্শীর অভাবে কেউ কেউ মনে করছেন মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগেছে, আবার কেউ কেউ অনুমান করছেন অন্য কোন যানবাহন তাদের চাপা দিয়ে থাকতে পারে।
জানা যায়, স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইলিয়াস মাহমুদ শিহাবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বোরহানকে প্রাথমিক চিকিৎসার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকায় নিয়ে যান। একমাত্র ছেলে হারিয়ে শিহাবের পরিবার শোকে স্তব্ধ। স্থানীয়রাও গভীর শোকাহত। শিহাব নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন এবং নবীনগর নামা হেল্পলাইনের সক্রিয় সদস্য ছিলেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগার কারণে শিহাব নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply