হেলাল উদ্দিন নবীনগর ক্রাইম নিউজ।
ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ কেজি গাঁজাসহ মোঃ সুরুজ মিয়া-(৩৮) ও মোঃ সানু মিয়া-(৬০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদকদ্রব্য বহনকারী একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।
বুধবার রাতে সদর উপজেলার খাটিহাতা বিশ্বরোড এলাকা এবং বৃহস্পতিবার আনুমানিক ভোর ৬ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইয়ুমপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুরুজ মিয়া কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের রহমত আলীর ছেলে এবং সানু মিয়া কসবার কাইয়ুমপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সদর উপজেলার খাটিহাতা বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সুরুজ মিয়াকে গ্রেপ্তার ও ১ টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
অপরদিকে বৃহস্পতিবার ভোরে কসবার কাইয়ুমপুর এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সানু মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply